” শিক্ষাই আলো, ক্রীড়াই শক্তি ” এ প্রতিপাদ্যে ৭ ফেব্রুয়ারী বুধবার ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য আলহাজ্ব আ. কাইউম মোল্লা।বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ্ব মোঃ আল আমিন রহমান। ভগীরথপুর হাজী লাল মিয়া বিদ্যালয়ের শিক্ষক মৌলভী সোহরাব হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি হাজী মনির হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মুক্তাদিন ডাইং প্রিন্টিং ফিনিশিং মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোক্তাদিন হোসেন ভূইয়া, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, জহিরুল ইসলাম, শংকর দেবনাথ, নাজমুন নাহার নাজু, নার্গিস আক্তার, সুলতান উদ্দিন সহ সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।