নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল, মাদক বিরোধী আন্দোলন, পারিবারিক বিরোধ নিরসন,বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন দমন, বৃক্ষরোপনের উপকারিতা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সহ বিভিন্ন ধরনের মহামারী রোধে আমাদের করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম- মুয়াজ্জিন সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ৮ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় ডাংগা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়নের সকল মসজিদের প্রায় ২শতাধিক ইমাম- মুয়াজ্জিনদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবের উল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,জেলা আ.লীগের সদস্য আজহার খন্দকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম বাবুল,আঃ সালাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাওসার ভূইয়া, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদল,ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা,ইউপি সচিব মানিক মিয়া ও ইউপি সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি