নরসিংদীর পলাশের ডাংগায় গণসংযোগ কালে বিভিন্ন পথ সভায় আসন্ন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শরীফুল হকের দোয়াত কলম মার্কা সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে শত শত নারী পুরুষ ভোটারদের উপস্থিতিতে জনতার ঢল নামে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত ডাংগা ইউনিয়ানের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব সভা অনুষ্ঠিত হয়। সভার স্থানগুলো হচ্ছে ডাংগা বাজার, জয়নগর, তালতলা, হাসনহাটা ও কেন্দুয়াব।
৮ মে অনুষ্ঠিত পলাশ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই সব সভায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শরীফুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,জেলা আ.লীগের সদস্য আজাহার খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা আক্তার, ডাংগা ইউনিয়ন আ.লীগের সাধারণ কাওসার ভূইয়া,আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা,ডাংগা ইউপি প্যানেল চেয়ারম্যান(৯নং ওয়ার্ড সদস্য) শহিদুল ইসলাম বাদল।
আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ইকবাল,ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আলী আকবর, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম প্রমূখ।
উল্লেখ্য.জসিম রানার আয়োজনে হাসানহাটা ও শহিদুল ইসলাম বাদলের আয়োজনে কেন্দুয়াবতে দোয়াত-কলম মার্কার গণ জমায়েতে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটারদের উপস্থিতিতে সভাগুলো জনসভায় পরিনত হয়।