নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি পথচারীদের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করা হয়েছে।
(২৯ এপ্রিল) সোমবার দুপুরে নরসিংদীর ঐতিহ্যবাহী সুনাম ধন্য মানবিক সংগঠন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শহরের তিনটি পয়েন্টে মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ হালাল ইনকাম থেকে বাজির মোড় , রেলওয়ে স্টেশন এবং শিক্ষা চত্বরে বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ , সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মাসুদ রানা বাবুল , আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নূরুজ্জামান পিটু , সদস্য সচিব নাজিমুদ্দিন , আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাসেল মোল্লা , মনির হোসেন , রিমন , কামরুজ্জামান , আজিজ প্রিন্টিং প্রেসের মালিক আব্দুল আজিজ ,শহর বিএনপির প্রচার সম্পাদক এস ডি রোমেল ও মুক্ত বাংলা পত্রিকার সাংবাদিক প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি দেশ ও দশের কল্যাণে কাজ করছেন সংগঠনের সফলতা কামনা করছি।নূরুজ্জামান পিটু বলেন যতদিন তাপমাত্রা সহনীয় না আসবে পথচারীদের মাঝে আমাদের মিনারেল ওয়াটার , লেবু পানি , জুস বিতরণ অব্যাহত থাকবে।