গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (১১ মে) দুপুরে র্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাদক কারবারি মো. সাজু আহমেদ (২২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. শুকুর মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গেল রাতে র্যাবের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরের টঙ্গী রেল স্টেশন এলাকার অবস্থান করছে। সেখানে রেল স্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেডের বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাজু আহমেদকে আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করেন, দীর্ঘদিন ধরে অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেনসিডিল এবং ইয়াবা সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছেন। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি