1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

পলাশে দরবেশ ফয়েজ আলি শাহ্ স্মরণে ওরস অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামে শাহ্সাহেব বাড়ি মাজার শরীফে দরবেশ ফয়েজ আলি শাহ্ (রা:) স্মরণে ৫৫তম ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওরস মাহফিলটি সার্বিক পরিচালনা ও অধিকর্তা ছিলেন মাজারের খাদেম মিঠু শাহ্।

প্রতি বৎসরের ন্যায় ২৮ শে বৈশাখ ১৪৩১ বাংলা ১১ মে ২০২৪ ইংরাজী শুক্র ও শনিবার দিবগত রাতে দুইদিন ব্যাপি এ অঞ্চলের বিখ্যাত আধ্যাতিক সাধক পীরে কামেল সুফি দরবেশ হযরত ফয়েজ আলি শাহ্ (রা:) স্মরণে ৫৫তম ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্টানে দূর্দুরান্ত থেকে বহু সংখ্যক আশেকান জাকেরান ও তরিকাপন্থী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে প্রথমদিন অধিবাস কর্মসুচী পালন শেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে মহা নবী সা: এর প্রতি সম্মানে সালাম ও দরুদ পাঠ করা হয়। দ্বিতৃয় দিন শনিবার রাতে মারফতি গান বা সামা পরিবেশন করেন বিভিন্ন স্থান থেকে আশা শিল্পীগণ। পরে গভীর রাতে আখেরী মোনাজাত শেষে উপস্থিত মেহমান ও ভক্তবৃন্দের মাঝে তকারক বিতরন করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT