প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা।উন্নয়ন বাঁধাগ্রস্থ’র মূল ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের দায়ী করে তাদের প্রতিহত করার স্লোগানে মুখরিত করে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা।শনিবার (২৮ মে) বিকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্তরে গিয়ে শেষ হয়।পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারন সম্পাদক নোমান আহমেদ রাজা, সহ-সভাপতি নাজিমুর রহমান সোহান, রোবায়েত আহমেদ রিজু, কামরুল ইসলাম হিমেল, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রাহাত, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম শুভ, তানভির রহমান প্রমুখ।বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। ঠিক এমনি সময় বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে।লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও করছে। কিন্তু ছাত্রলীগের একটি সদস্যও বেঁচে থাকা অবস্থাতে সে সপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি