উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন এবং মনোহরদী উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নজরুল মজিদ মাহমুদ স্বপন।
মঙ্গলবার (২১ মে) নির্বাচনের ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মুশফিকুর রহমান বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
এদিন সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয। ভোট গ্রহণ চলাকালে দুই উপজেলার দু একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ তা বাতিল ঘোষণা করেন।
জেলার বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমসের জামান ভূঁইয়া রিটন (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরীফ উদ্দিন খান মোমেন (কাপ পিরিচ ) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট ।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির (চশমা) প্রতীক নিয়ে ১৯হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমদাদুল হক ফরিদ (মাইক ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা (হাঁস) প্রতীক নিয়ে ২৫ হাজার ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রহিমা বেগম (সেলাই মেশিন ) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৬ হাজার ৫৯৬।
বেলাব উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১৮৫। এর মধ্যে ভোট দিয়েছেন ৭২ হাজার ৪৮৪ জন। শতকরা হিসেবে ভোট পরেছে ৪৩.১০ ভাগ।
অপরদিকে মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজরুল মজিদ মাহমুদ স্বপন (আনারস) প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ফজলুল হক (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে তৌহিদুল সরকার (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ: কাদির মৃধা (বই) প্রতিক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন (হাঁস ) প্রতিক নিয়ে ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা সুলতানা ( প্রজাপতি) প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৪১ হাজার ৩০। তারমধ্যে ভোট দিয়েছেন ৫৯ হাজার ৫১৩ ভোট। শতকরা হিসেবে ভোট পরেছে ২৪.৬৯ ভাগ।