নরসিংদীর পলাশে খালাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মারুফ মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) সন্ধায় পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া পাড়া গ্রামের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।নিহত মারুফ মিয়া দড়িহাওলাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক ছিলেন।
পুলিশ জানায়, দড়িহাওলাপাড়া গ্রামের রোকন হাজির বাড়িতে ভাড়া বাসায় থেকে মারুফ মিয়া প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার পিতা বিল্লাল মিয়াও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি মারুফ মিয়া তার আপন খালাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার খালা তার প্রস্তাবে সাড়া দেয়নি। এটি মেনে নিতে পারেনি মারুফ। পরে শনিবার সন্ধার কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে মারুফ মিয়া। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।
পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তার আপন খালাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ভাড়া বাসার নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।