1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে প্রথম নারী চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেরদৌসী ইসলাম। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফেরদৌসী ইসলাম উপজেলা মহিলা লীগের সভাপতি। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ইফতেখার উদ্দিন খান। তিনি বই প্রতীকে ৩১২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ কাদির মিয়া মিস্টার টিয়া পাখি প্রতীকে ২৬ হাজার ২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা হাঁস প্রতীকে ৩৬ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনি আক্তার প্রজাপতি প্রতীকে ৩৬ হাজার ৩২৩ ভোট পেয়ে অল্পের জন্য হেরে গেছেন।

বুধবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলা মিলনায়তনে শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফারিজা নুর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। উপজেলায় মোট ভোট পরেছে শতকরা হিসেবে ৪০ দশমিক ৭২ শতাংশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT