নরসিংদীর পলাশের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু লিচু। মধু-মাসে কদর বেড়েছে রসালো এই ফলের। এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা। তবে দাম চড়া হওয়ায় ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও বাগানে ঝুলছে থোকায় থোকায় লিচু। এসব লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল টাঙিয়ে রক্ষা করার চেষ্টা করছেন বাগান মালিকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ব্যস্ত সময় পার করছেন। তবে অনেক মালিক লিচুবাগান আগেই বিক্রি করে দিয়েছেন।
বাজারে লিচু কিনতে আসা শুকুর আলী বলেন, ‘বাড়িতে ছেলেমেয়ে আছে, তাই কিছু লিচু কিনলাম। দাম এখন অনেক বেশি। ৮০টি লিচুর দাম নিয়েছে ৩০০ টাকা।
উপজেলার জিনারদীর লিচুবাগানের মালিক হরিদাস বলেন, আমার লিচুর বাগান রয়েছে। বাজারে দামও ভালো। বাগান আগেই বিক্রি করে দিয়েছি। গত বছরের চেয়ে এবার লিচু কম এসেছে।
ডাংগা বাজারের লিচু ব্যবসায়ী আতাব উদ্দিন বলেন, এখন লিচুর অনেক দাম। ৮০টি লিচু ২৭০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লিচু বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও কদর রয়েছে। লিচুর ভালো দাম পাওয়ায় অনেকে লিচু চাষে ঝুঁকছেন। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। কৃষি অফিস থেকে লিচু চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। লিচুর ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি