1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

নরসিংদীতে জমে উঠেছে পশুর হাট

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

নাজমুল হক মণি: মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র ২ দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে নরসিংদীর পশুর হাটগুলো। নরসিংদী সহ আশেপাশের জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর হাটগুলোতে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে পশু বিক্রি। কেননা এই ঈদে ধর্মপ্রাণ মুসল্লিরা যার যার সাধ্য অনুযায়ী প্রিয় পশু কোরবানি দিতে চেষ্টা করেন। গত বছরও মাঝারি সাইজের গরুর বেচাকেনা বেশি ছিল। তবে এবার ক্রেতা মানেই নজর ছোট গরুতে। তবে খাসি ছোট-বড় সব সাইজেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৪ জুন) সরজমিনে, হাটগুলো ঘুরে দেখা যায়, জেলার নানান প্রান্ত থেকে নৌকা, ট্রাক,নসিমন ও হেঁটে মহিষ, গরু, ছাগল-ভেড়া আসছে। তবে বেচাকেনা ভালো এবং ক্রেতাদের আনাগোনা রয়েছে অনেক। ক্রেতাদের অনেককে দর কষাকষি করতেও দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন। যার যেমন ইচ্ছে দাম চাচ্ছেন। ৮০ থেকে ৯০ হাজার টাকার কমে কোনো গরু মিলছে না।

ঘোড়াশাল পৌর পশুর হাটে গরু কিনতে এসেছেন ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ব্যাপারীরা গরুর দাম বেশি চাচ্ছেন। সকালে হাটে এসেছি, এখন সন্ধ্যা হবে হবে। বাধ্য হয়ে দাম বেশি দিয়েই ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে গরু কিনতে হলো। দাম পৌনে দুই লাখ হলে ভালো হতো।

ব্যাপারীরা বলছেন, গরুর খাবারের দাম সম্প্রতি বেশ বেড়েছে। এছাড়া ঈদ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা গরু হাটে আনতে সংশ্লিষ্ট অন্যান্য খরচও হয়। তাই গরুর দাম একটু বেশিই। গরুর দামের বিষয়ে ক্রেতাদের কোনো ধারণা নেই।

গরু ব্যবসায়ী রমজান বলেন, এবার সব ছোট গরুর কালেকশন। শুরু থেকেই ক্রেতার আগ্রহ দেখছি ছোট গরুতে। ৩০টা গরু আনছি, আরও আনব। ইতোমধ্যে ১৫টা বেচে দিছি। আজ অনেকে দেখে দাম-দর করে যাচ্ছেন। কাল তারাই কিনে নিয়ে যাবেন। কয়েকজন তো আগাম অর্ডার দিয়ে গেলেন।

ডাংগা কোরবানির পশুর হাটে গিয়ে দেখা যায়, গরু-ছাগলে ভরে গেছে হাট। দাম-দরে হরহামেশা বিক্রি হচ্ছে গরু-ছাগল। বিশ্বাস স্থাপনের জন্য গরু ও খাসির দাঁত বের করেও দেখাচ্ছে বিক্রেতারা। এবার ৮ হাজার টাকায়ও খাসি মিলছে।

ছাগল বিক্রেতা সামসুল বলেন, ১৫০টি খাসি আনছি। কিছু বেচা হয়ে গেছে। আমার কাছে এখনো ৮ হাজার থেকে ৪০ হাজার টাকার খাসি আছে। বিকেলের পর থেকে প্রচুর ক্রেতা হাটে আসছে। ক্রেতার পছন্দ হওয়ার মতো সব ধরনের খাসিই এবার হাটে আছে।

বিভিন্ন হাটের ইজারাদার বলেন, হাটে পর্যাপ্ত পরিমাণে গরু-ছাগল উঠেছে। এবার হাটে খরচ বেশি। বেচাকেনা ভালো না হলে লোকসান গুনতে হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT