নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ও ঘোড়াশাল পৌরসভার সহযোগিতায় অপরাধীদের তথ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।আজ শনিবার (২৮ মে) সকালে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অপরাধীদের তথ্য সংগ্রহের লক্ষে নাগরিকদের ফরম বিতরণ করা হয়।এই ফরমের মধ্যে তাদের আশেপাশের অপরাধীদের নাম ঠিকানা ও অপরাধের ধরন লিখে অভিযোগ বক্সে রাখার জন্য অনুরোধ করা হয়।এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ, ঘোড়াশাল পৌর মেয়র আল- মুজাহিদ হোসেন তুষার, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, ওসি তদন্ত সফিকুল ইসলাম, পৌর কাউন্সিলরগণ প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ জানান, অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য এই তথ্য ফরম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ফরমে যে কোন ব্যক্তি নিজের নাম গোপণ করে তার এলাকার বা পাড়া মহল্লায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা নারী উক্তোক্তকারীদের নাম ঠিকানা লিখে অভিযোগ বক্সে জমা দিতে পারবে। তথ্য ফরমে উল্লেখিত নামের ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ঘোড়াশাল পৌরসভা কার্যালয়সহ প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মন্দিরে অভিযোগ বক্স প্রদান করা হবে।অভিযোগকারী তাঁর পরিচয় গোপন রেখে অপরাধীদের তথ্য বক্সে প্রদান করতে পারবে।এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, পৌর এলাকায় কে মাদক বিক্রি করে, মাদক সেবন করে, সন্ত্রাস, চাঁদাবাজি করে এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে তাদের নামসহ অপরাধের স্থানের তথ্য প্রদান করে অভিযোগ বক্সে জমা দিন।অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি