বৈষম্য কোটাবিরোধী আন্দোলন এবং এর পরবর্তীতে বাংলাদেশ সরকারের পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণে লক্ষ্যে নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। সেনাবাহিনী পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের জানমালের এর নিরাপত্তা নিশ্চিত করনে জনমনে গণ সচেতনতা তৈরি করছেন। সেনাবাহিনীর ২৮ ইষ্টবেঙ্গল ইউনিটের সেনা সদস্যরা আজ সকালে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন, পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য প্রেরণা দেন। ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন এবং দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল, অকৃত্রিম সাহস ও উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রেষণা দেন। দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহবান জানান। দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে যোগদান করার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি