নাজমুল হক মণি:নরসিংদীর পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কে এক ভাঙারির দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ আগস্ট) দিবগত রাতে মোঃ ফরিদ সরকারের ভাঙারির দোকানে চুরির ঘটনা ঘটে। ভাঙারির দোকানের বেড়ার টিন কেটে দোকানে ঢুকে নগদ অর্থ, অটোরিকশার ব্যাটারীসহ লৌহইস্পাত লুটপাট ও চুরি করে নিয়ে যায় চোরের দল।
ফরিদ সরকার জানান, প্রতিদিনের মতো সারাদিন ভাঙারির দোকানে বেচাকেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। রবিবার (২৫ আগস্ট) সকালে দোকান খুলে দেখেন, দোকানের টিনের বেড়া কেটে দোকানে থাকা নগদ অর্থ, অটোরিকশার ৮টি ব্যাটারীসহ লৌহইস্পাত মালামাল লুটপাট করে নিয়ে যায় চোরের দল। তিনি পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।
এই চুরির ঘটনায় ফরিদ সরকারের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি