নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে আগুন লেগে মোস্তাফিজুর রহমান বাবু নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের বিপুল পরিমাণ সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পলাশ উপজেলার জিনারদী বাজারের সিনথিয়া এন্টারপ্রাইজ নামক দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের শেষ সময়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সিনথিয়া এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান বাবু জানান, আমার দোকানের জমির মালিকের সাথে একটি গ্রুপের ঝগড়ার জেরে আমাকে আমার বিচার করার হুমকি দিতো। আমার সন্দেহ পরিকল্পিতভাবে দোকানে তারাই আগুন লাগিয়ে দিয়েছে। আমার সব শেষ করে দিছে, তিনটি কোম্পানি আমার কাছে ৭ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। দোকানে আগুনে সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ দিবেন বলেও তিনি জানান।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারী জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পাই রাত ৯টা ৪৫ মিনিটে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা সম্ভব হবে না।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি