নাজমুল হক মণি:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুস এর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর পলাশের কৃতি সন্তান, প্রসিদ্ধ লেখক, গবেষক এবং সাবেক যুগ্ম সচিব মো: সিরাজ উদ্দিন মিয়া।
বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা যায়, মো: সিরাজ উদ্দিন প্রশাসনের একজন সৎ, মেধাবী, পরিশ্রমী ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পাওয়ায় পলাশ উপজেলাবাসী আনন্দিত। তিনি এ পর্যন্ত অনেক বই লিখেছেন। তিনি সহজ সরল ভাষায়, মনের মাধুরী মিশিয়ে, অত্যন্ত চমৎকার ভাবে বইগুলোর বিষয়বস্তু পাঠকের নিকট উপস্থাপন করেছেন।
আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ ব্যবস্থার বিবর্তন, ধর্মীয়, অর্থনীতি ও জীবনীসহ এ পর্যন্ত ৩২ টি লিখেছেন। ষাটের দশক থেকে ঘোড়াশাল -পলাশ ও কালীগঞ্জের রাজনৈতিক ও সমাজ ব্যবস্থার চিত্র কয়েকটি বইয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। লেখক হিসেবে তিনি সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত।
তাঁর লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য। এর অন্যতম সহ-লেখক তিনি। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে Jorimon and Others of Beltoil Village নামেও প্রকাশিত হয়।
তিনি ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশের খানেপুরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব-কৈশোর কেটেছে পলাশের শীতলক্ষ্যার পাড়ে এক অপরূপ প্রাকৃতিক নৈসর্গের মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) সহ এমএ, এলএলবি এবং যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি