নাজমুল হক মণি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর নরসিংদীর পলাশে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর আগে ২০০৯ সালে পলাশ উপজেলার খানেপুরে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় ছিল। কিন্তু সেই কার্যালয়ের মালিককে পুলিশ ও আওয়ামীলীগের নেতারা ছাত্রশিবিরকে ভাড়া না দিতে ভয়ভীতি দেখায়। পরে আর কার্যালয়টি ভাড়া পায়নি তাঁরা।
দীর্ঘ ১৫ বছর পর সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিএডিসি মোড়ে পলাশ থানা ছাত্র শিবিরের কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মাসুদ করিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ থানা ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের আল ফাহাদ ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ। এসময় পলাশ থানার ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতসহ সকল শহীদদের স্মরণে এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি