1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোপা জয়ের চমক দেখালেন-গুজরাট

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মে, ২০২২

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে গুজরাট টাইটান্স।আর প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিজেদের করে হার্দিক পান্ডিয়ার দল। আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয়ে আইপিএল শিরোপা জিতলো হার্দিক, রশিদ খান, ডেভিড মিলাররা।এবারের আইপিএলের শুরুতেও কেউ সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম হিসেবে ভাবেনি হার্দিক পান্ডিয়ার দলকে।দলে ঠিক তারকার মেলা নেই।বড় নাম খুঁজতে গেলে এক রশিদ ছাড়া কার উপরই বা ভরসা করবে দল ? মিলার নাকি হার্দিক ? মিলারকে তো দলে টানা নিয়েই হলো কত নাটক।আর হার্দিক খেলার মধ্যে নেই অনেকদিন।বাকী যারা আছেন শুভমান গিল, ম্যাথু ওয়েড কিংবা লোকি ফার্গুসন; নিশ্চিতভাবেই তারা ভালো প্লেয়ার, কিন্তু ম্যাচ উইনার কই ?এমন সব আলোচনা নিয়েই আইপিএলের মঞ্চে প্রথমবার পা গুজরাট টাইটান্সের।সেখান থেকে রাউন্ড লিগের গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে শীর্ষ দল হিসেবে সবার আগে প্লে অফে জায়গা নিশ্চিত করলো দলটি।ফাইনালে ওঠার প্রথম সুযোগেই এই রাজস্থানকে হারিয়েই শিরোপার লড়াইয়ের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করলো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT