নাজমুল হক মণি-নরসিংদীর পলাশে লক্ষ্মী পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খাঁন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার রাজাব লক্ষ্মী পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ে ড. আব্দুল মঈন খাঁন বলেন,লক্ষ্মীর পাশে স্বরসতী থাকতে হবে, তাহলে আপনাদের পূজা স্বয়ংসংপূর্ণ হবে এবং এর আদর্শে উদ্দেশ্যে আমাদের পলাশ থানাকে গড়ে তুলতে হবে। একদিকে যেমন অর্থনৈতিক ভাবে উন্নত হতে হবে,ধনে দৌলতে উন্নত হতে হবে, অন্যদিকে শিক্ষা জ্ঞান বিদ্যাতে সমৃদ্ধ হতে হবে। এটাই আপনাদের ধর্মের বাণী, এর কিছুদিন আগে এসেছিল দুর্গাপূজা, দুর্গাপূজার মূল উদ্দেশ্যে সেটা কিন্তু ভুলে গেলে চলবেনা, সেই আদর্শ উদ্দেশ্যে ছিল পৃথিবী থেকে অন্যায়কে দূর করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। এই যুদ্ধ শুর অশুরের যুদ্ধ পৃথিবীতে হয়তো আগামীতে চলবে। আমারা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। শুরের পথে থাকবো এবং পলাশের মানুষের কাছে আমি আবেদন করি।
তিনি আরও বলেন, পলাশকে ফুলের মতো সুন্দর একটি আদর্শ উপজেলা গড়ে তোলার প্রচেষ্টা অতীতে নিয়ে ছিলাম। মাঝখানে আমাদের যাত্রায় বাধা সৃষ্টি করেছিল। অশুর বাধা সৃষ্টি, সেই অসুর বিতাড়িত হয়েছে,পালিয়ে গিয়েছে। আমরা আবার সঠিক পথে ফিরে এসেছি। আমরা সুন্দরের পূজা করবো, আমরা লক্ষ্মীর পূজা করবো,স্বরসতী পূজা করবো,দুর্গাপূজা করবো এবং ন্যায়ের পূজা করবো, সত্যের পূজা করবো এবং মঙ্গলের পূজা করবো।
এ সময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন,পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন চিশতিয়া, সাবেক ছাত্রদল নেতা চন্দন কুমার ঘোষ, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান,পলাশ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি