নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে 'দারুস সালাম একাডেমি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) সকাল দশটায় দারুস সালাম একাডেমি প্রাঙ্গণে শিক্ষা প্রদর্শনী ও হাফেজ আব্দুস সালাম (রহ.) এর জীবন- কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এ.এন.এম ইসমাইল জবিহুল্লাহ খান পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্যারিয়ার বাংলাদেশের মহাসচিব ও আল মাহির স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক এইচ.এম রায়হান আল কাবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নরসিংদী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা, শিক্ষানুরাগী নূরুল আফসার শাহীন প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক দারুস সালাম একাডেমি'র প্রিন্সিপাল আব্দুল হালীম বিন হারুন বলেন, দ্বীনি ও জাগতিক জ্ঞানসম্পন্ব আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ২০২১ইং সালে ঘোড়াশাল বাজারের পূবালী ব্যাংকের উত্তর পাশে দারুস সালাম একাডেমি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলা হচ্ছে। আজ আমরা তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অনুষ্ঠানে সন্মানিত অতিথিদের আগমনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক নেওয়া হয়। পবিত্র কোরআনের ছবক নেন, সাভার তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বজলুর রহমান বাদশা। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি