নরসিংদীর মাধবদীতে ফ্যামিলি কমিউনিটি সেন্টার এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে।সোমবার (৩০শে মে) দুপুরে মাধবদী পৌরসভার হাজী শফিউদ্দিন রোড,দক্ষিণ বিরামপুরে ৩০৬ আতিফ প্লাজা’য়।আতিফ প্লাজা ও ফ্যামিলি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ওবায়দুর রহমান টিটু এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র শফিউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি আলী হোসেন শিশির (সিআইপি),বাংলাদেশ মানবাধিকার কমিশন এর নরসিংদী আঞ্চলিক শাখার সভাপতি আক্তার হোসেন দুলাল,পৌর কাউন্সিলিরগণ,ইমাম, সাংবাদিক,ব্যবসায়ী সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।অনুষ্ঠান শেষে ফ্যামিলি কমিউনিটি সেন্টার সহ দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়।