নরসিংদীর পলাশ উপজেলার কাঁচাবাজার গুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে কমেছে সবজির দাম। যে আলু গত সপ্তাহে বিক্রি হতো ৯০টাকা কেজি সেই আলু এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দীর্ঘদিন আলোচনায় থাকা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০টাকায়। এছাড়াও প্রায় প্রতিটি সবজির দাম এখন কমে আসায় ক্রেতাদের স্বস্তি ফিরেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) পলাশ উপজেলার খানেপুর, নতুন বাজার, ঘোড়াশাল সাদ্দাম বাজার, চরসিন্দুর বাজার ও ডাংগাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বেড়েছে এ কারণে দামও কমেছে।
বাজার ঘুরে দেখা যায়, আলু ৪৫ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, মুলা ৩৫ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, গাজর ৫০টাকা, কচুরমুখী ৭০টাকা, টমেটু ৭০টাকা, শিম ৪০ থেকে ৫০টাকা, শালগম ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা দরে।
এছাড়াও ধনে পাতার আঁটি ২০টাকা, পেঁয়াজের কলি ৫০ থেকে ৬০টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০-৭০টাকা।
বাজারে লালশাকের আঁটি ১৫ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০টাকা, ডাঁটা শাক ১০ টাকা, কলমি শাক ১০টাকা ও পালংশাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।
উপজেলার ডাংগা বাজারে বাজার করতে আসা ইমান আলী বলেন, সবজির দাম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যে আলু কয়দিন আগেও ৮০টাকায় কিনতাম সেই আলু এখন ৪৫ টাকায় পাচ্ছি। তবে নিম্ন আয়ের মানুষের জন্য কমলে আরও ভালো হতো।
সাদ্দাম বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে, শীতকালীন সবজিতে ভরপুর বাজার। টমেটুসহ কয়েকটি সবজির দাম কয়েকদিন পর আরও কমে আসবে।
পলাশের ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাসেম জানান, বাজারের প্রায় সবজির দামই কমেছে। যতটুকু কমার দরকার ততটুকুই যেন কমে এর বেশি যেন না হয় সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি