নাজমুল হক মণি: “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যে নিয়ে নরসিংদীর পলাশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন, ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা জাবেদ হোসেনসহ পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।