নাজমুল হক মণি; পলাশ উপজেলা বিএনপির কার্যালয়ে রবিবার (১৯জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক ,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সমম্নয়কারী হাজী জাহিদ।উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার। ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন সদস্য সচিব ইউছুফ বীন শাহীন,পৌর সেচ্চাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,পৌর কৃষক দলের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।