নাজমুল হক মণি: বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে- র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের কাভার্ডভ্যানসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র্যাব)।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাকিব হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া গ্রামের তেরেন্ড পালের ছেলে কাঞ্চনপাল (২৭) কে গ্রেপ্তার করা হয়।
ক্যাম্প কমান্ডার মোঃ সাকিব হোসাইন জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল শিবপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করেন। এসময় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, প্রসাধনী সহ মালামাল জব্দ করে। এসময় কাঞ্চন পাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি আটাশ লক্ষ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ বা বিক্রি করেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি