নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে দুইদিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে এ উৎসব উদ্বোধন করা হয়।
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো: জাকারিয়া মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মিলন কৃষ্ণ হালদার।
তারুণ্যের মেলায় বিভিন্ন স্টল বসেছে। এ স্টলগুলোর মধ্য শিক্ষার্থীদের তৈরি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শতাধিক বাহারি নজর কাড়ে সবার। এসময় পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। বিলুপ্ত পিঠাগুলো সবার মাঝে হাজির করতে পেরে খুশি শিক্ষার্থীরা।