নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে হত্যা ও তার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এ সময় লুটের টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান জানান, গত কয়েকদিনে নরসিংদীসহ দেশের ৫ জেলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার পাঁচই এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো: রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোণার গন্ডা এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো: কাউছার মিয়া (২০) ও নাটোরের চর গোয়াশ এলাকার বাসিন্দা এবং শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো: ইমন আলী (২১)।
গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় মোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তার ১৩ বছরের মেয়ে সুমনা আক্তার তিথির রক্তাক্ত লাশ ও স্ত্রী আসমা বেগমকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করা হয়। মোফাজ্জল বাড়ির পাশে চা-পানের দোকানী। পরে এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়।
পুলিশ সুপার বলেন, মোটা অংকের টাকা লুট করতে গ্রেপ্তাকৃতরা পূর্ব পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢোকে। এ সময় তার ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটক রাখে। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে মোফাজ্জলের স্ত্রী আসমা বেগম ও চতুর্থ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে মাথায় অসংখ্য আঘাত করে মৃত ভেবে চলে যায় তারা।
পরে হাসপাতালে নেওয়া হলে তিথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া ১০ লাখ ১ হাজার টাকাসহ হত্যার ঘটনার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
আর গ্রেপ্তাররা আদালতে দেওয়া জবানবন্দিতে টাকা লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি