বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কবি হেলাল হাফিজ, প্রয়াত কথা সাহিত্যিক শহীদুল জহির ও বাংলাদেশ নারী ফুটবল দল এবারের একুশে পদক পাচ্ছে।
সংগীত শিল্পী ফেরদৌস আরা, লেখক মঈদুল হাসান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সংগীত শিল্পী ও শিক্ষক ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, অনুবাদক ও গবেষক নিয়াজ জামান, অভ্র ফন্টের নির্মাতা মেহেদী হাসান খান, আলোকচিত্রী নাসির আলী মামুন ও শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ উল্লা ও মাহমুদুর রহমান, চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী রয়েছেন তাদের মধ্যে।
তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেন।
পরে ফেইসবুকে এক পোস্টে তিনি লেখেন, “আমরা খুবই আনন্দিত এই বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে’ একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে।”
গুণী মানুষেরা পদকের অনেক ঊর্ধ্বে মন্তব্য করে তিনি লেখেন, “আমার মনে হয় না তারা কেউ পদকের জন্য কাজ করেন। রাষ্ট্র তাদের সম্মান জানায়। ‘আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ’ এটা বলার জন্য।
এবার ভাষা ও সাহিত্যে দুইজনকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। গত ডিসেম্বরে প্রয়াত কবি হেলাল হাফিজ (মরণোত্তর) এবং কথা সাহিত্যিক শহীদুল জহির (মো. শহীদুল হক, মরণোত্তর) পাচ্ছেন পুরস্কার।
শিল্পকলায় বিভিন্ন শ্রেণির মধ্যে এবারের পদকের জন্য চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে সাড়া জাগানো ছুটির ঘন্টা ছবির পরিচালক প্রয়াত আজিজুর রহমানকে (মরণোত্তর)।
সংগীতে পদকের জন্য মনোনীত করা হয়েছে দুইজনকে। তারা হলেন- শিল্পী, সংগীত শিক্ষক ও সুরকার ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) এবং শিল্পী ফেরদৌস আরা।
শিল্পকলায় চিত্রশিল্প ক্যাটাগরিতে রোকেয়া সুলতানা ও আলোকচিত্রে নাসির আলী মামুনকে মনোনীত করা হয়েছে।
গবেষণায় একুশে পদক পাচ্ছেন লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক মূলধারা ৭১ এর রচয়িতা মঈদুল হাসান।
সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে এবারের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
শিক্ষায় লেখক ও অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নিয়াজ জামান, সংস্কৃতি ও শিক্ষায় আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তিতে কম্পিউটারে অভ্র ফন্টের নির্মাতা মেহেদী হাসান খান এবং সমাজসেবায় চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে (মরণোত্তর) পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পাশাপাশি ক্রীড়ায় এবার পুরস্কার পাচ্ছে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পদক দিয়ে আসছে সরকার।