তামাকমুক্ত পরিবেশ” সুস্বাস্থ্যের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশে ও দিবসটি উদযাপনের অংশ হিসেবে পলাশ উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১মে)সকালে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের নিয়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এরপর উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: গুফরানা আফরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা বন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি,যুব উন্নয়ন কর্মকর্তা তানজিমা পারভীন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,এনজিও কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি