1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গজারিয়ায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ এসএসসি/দাখিল পরিক্ষার প্রথম দিনে কালীগঞ্জে অনুপস্থিত ৫২ জন নতুন ট্রেনের যাত্রাবিরতি পেয়ে পলাশেবাসীর উচ্ছৃাস গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পলাশে ছাত্রদলের মানববন্ধন পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক ঘোড়াশালে ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি : সারোয়ার তুষার খরায় ঝরে যাচ্ছে আমের গুটি

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
{"data":{"pictureId":"4d7f118f74f341d49f31139e96a7d06d","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে “বিশ্ব নারী দিবস ২০২৫” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা আফরোজ সুরাইয়ার সঞ্চালনায় আত্মোপলব্ধি এবং স্ব স্ব অবস্থান থেকে নারীদের অবদান নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও সংস্থার সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক, মুর্শিদা রহমান মুনিয়া, সাংগঠনিক সম্পাদক, সম্পা আক্তার, সদস্য রুমা রহমান, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন সানী, সদস্য মোঃ রাকিব হোসেন, সদস্য পারভীন আক্তার, নাহিদ সুলতানা, তানজিনা শারমিন চৌধুরী, শিউলী আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই নারীরা তাদের অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।

বক্তারা আরও বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। আলোচনা শেষে সকলের অংশগ্রহনে ইফতার করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT