1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে মহানগর প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা,স্বামী পলাতক নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে ড্রাইভার আছান নিহত পলাশে দুইভাই খুন,র‍্যাবের জালে আত্মগোপনে থাকা তিন আসামি টিকটকে পরিচয়,দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ-প্রেমিক গ্রেপ্তার জনতার দলের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ফুলদী গ্রামবাসীর বিশাল বিক্ষোভ মিছিল নরসিংদীর জিনারদীতে “নরসিংদী কমিউটার” ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন নরসিংদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ,আসামি নারায়ণ পাল গ্রেপ্তার গজারিয়ায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

পলাশে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে শাহজাহান (৩০) নামে এক স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে ঘটনা এ ঘটে।

নিহত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসাথে সংসার জীবন শুরু করে।

সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কেনো এই আত্মহত্যার ঘটনা, এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT