নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন যুবদল ও ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী মরহুম অনিক হাসানের বন্ধু মহলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঁচদোনা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবুল কালাম গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ অরেছ সরকার, সহকারী শিক্ষক মো: ময়নল হক, সহকারী শিক্ষক মো: মাসুদ মিয়া,পলাশ উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান ইমন ও এই বিদ্যালয়ের শিক্ষার্থী মরহুম অনিক হাসানের বন্ধু মহলসহ স্হানীয় বিএনপির নেতাকর্মী।
অনুষ্ঠানে মরহুম অনিক হাসান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা মরহুম খোশেদা বানুর আত্মার মাগফিরাত কামনা ও দেশ এবং দেশের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী সংগঠন কলরবের মাওলানা আবু রায়হান।
উল্লেখ: অনিক হাসান ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। সে গত (৫ ফেব্রুয়ারি ২০২৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি