পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মনির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা নিজ বাড়িতে সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে ৭ শতাধিক থ্রী-পিছ, ৭ শতাধিক শাড়ী, ৬ শতাধিক লুঙ্গি, সহস্রাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট। খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে, পোলাও'র চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ, আলু বিতরণ করেন তিনি।
এসময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। দলের স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে।
এসময় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লীদের জন্য ইফতার পাঠিয়ে দেন- এই যুবদল নেতা।
স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি