নরসিংদী পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আল- জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাঠে অসহায়, দারিদ্র্য, নিম্ন আয়ের মানুষ এবং মসজিদের ইমাম মুসুল্লি সহ ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক ডাংগা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যানর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু সাঈদ সহ এ সংগঠনের সদস্য ও স্হানীয় মুসল্লিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।