নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আশ্রাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।
নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন,ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়ি ভাবে কুপিয়ে তাদের হত্যা করে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনী দেয় স্থানীয়রা। পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনতে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান পরিদর্শন করেছেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি