নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে ইউনিয়নের সান্তানপাড়া ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশাদ চৌধুরীর বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে ডাংগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও দলীয় দিকনির্দেশনা দেন- পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন,সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দলীয় নেতাকর্মী নিয়ে পলাশ উপজেলা বিএনপির সভাপতি মরহুম এফরান আলীর কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। ডাংগা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় শেষে পলাশ আসনের আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও দলীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।