সমাজের মানুষদের কাছ থেকে পাওয়া টিনশেড ঘরে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বহু কষ্টে দিন পার করছেন অসহায় অটো রিকশা চালক নুর মোহাম্মদ। সেই ঘরটি আজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি এনজিও থেকে ঋণ করে ফ্রিজ, খাট, ও টিভি ক্রয় করেছেন। সেই গুলোর কিস্তি পরিশোধ করবেন নাকি ঘর নির্মাণ করবেন এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে কাঁদছেন নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার আব্দুল সহিদ।
স্থানীয় বাসিন্দা মাসুম মিয়া জানান, সকালে অটো রিকশা চালাতে বাসা থেকে বের হয়ে যায় নূর মোহাম্মদ । অপরদিকে তার স্ত্রীর বাসা বাড়িতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আমরা দেখতে পাই তার ঘর আগুন জ্বলছে দেখে পলাশ ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তারা আসার আগে সমাজের সবাই মিলে আধাঁ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে তার মাথা গোঁজার ঠাঁই বসত ঘরটি।
ক্ষতিগ্রস্ত নূর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে জানান, এই ঘরটিই আমার শেষ সম্বল ছিল, আর সেটিই পুড়ে ছাই হয়ে যায়। আমি বাড়িতে এসে দেখি আমার শিশু সন্তান দুটি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এনজিও থেকে ঋণ নিয়ে ফ্রিজ কিনেছিলাম এখন কিস্তি পরিশোধ করবো কি করে? আগুনে বসত ঘর, ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মাথা গোঁজার ঠাঁই বসত ঘর পেতে সমাজ ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বসত ঘর ও ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি