1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পলাশে ছাত্রদলের মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদীর পলাশ উপজেলা শাখা।

‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ রোডে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় নেতানিয়াহুর গ্রেপ্তারসহ গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদলের নেতারা বলেন, ফিলিস্তিনে যে নারকীর অত্যাচার, হত্যা হচ্ছে- তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, একসময় তারা ধীরে ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে।

নেতারা আরও বলেন, মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে- ফিলিস্তিনের এই অবস্থা হতো না।

ছাত্রদলের নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের নির্মম হামলার নিন্দা জানান। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করারও আহ্বান জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,পৌর বিএনপির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক লুৎফর রহমানসহ স্হানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT