কালীগঞ্জে সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে আজ ১০ ই এপ্রিল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনই কালীগঞ্জে মোট ৩১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩০৫৩ এবং অনুপস্থিত ছিল ৫২ পরীক্ষার্থী। কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হয় নাই।
কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালীগঞ্জে সুষ্ঠু পরিবেশে সাধারণ শিক্ষা বোর্ডে ৩টি কেন্দ্রে এবং ৩টি ভেন্যুতে এবং মাদরাসা বোর্ডে ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা প্রথম পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে সাধারণ শিক্ষা বোর্ডের জাঙ্গালিয়া, নাগরি এবং বক্তারপুর ইউনিয়নের পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের যাতায়াত দূরত্ব প্রায় ১৪/১৫ কিলোমিটার। এত দূরে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের খুব অসুবিধা হচ্ছে। পক্ষান্তরে মোক্তারপুর ইউনিয়নে একটি কেন্দ্র ও একটি ভেন্যু এবং কালীগঞ্জ পৌরসভায় একটি কেন্দ্র ও একটি ভেন্যু না হয়ে যদি নাগরীতে, বক্তারপুরে এবং জাঙ্গালিয়ায় একটি করে কেন্দ্র অথবা ভেন্যু করা হতো তাহলে যাতায়াত দূরত্ব কমায় তাদের কষ্ট কিছুটা লাগব হতো।