মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর কন্দু সরকার বাড়ি মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) নিজ বসত ঘর থেকে আটক করেছে গজারিয়া থানার পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ জানান, একাধিক মামলার আসামী রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসতেছিল।
আজ আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেজে তাকে ( মাদক ব্যবসায়ী মাজেদাকে) ৫৫ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য গত সোমবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২০০ পিচ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী দম্পতি মুরাদ হোসেন ও তার স্ত্রী সোনিয়াকে গ্রেপ্তার করেছিল গজারিয়া থানার পুলিশ। ওসি জানান মাদক প্রতিরোধ করাসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি