1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

টিকটকে পরিচয়,দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ-প্রেমিক গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
{"data":{"pictureId":"e8d285265cda44f89d45f6170fd00772","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নরসিংদীর পলাশে এক কিশোরীর সাথে পরিচয় হয় একই জেলার আশিক নামে এক কিশোরের। পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে দুই বন্ধু ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আশিক গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে তার অপর আরেক বন্ধু।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা হাসপাতাল থেকে আশিককে গ্রেপ্তার করেন পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আশিক দেওয়ান শান্ত (১৮) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী টিকটকের মাধ্যমে আশিকের পরিচয় হয়। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার আশিক ওই কিশোরীকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান এবং সেখানে তারা রাত্রিযাপন করেন। এ সময় আশিক ও তার বন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে জেলা হাসপাতালে নিয়ে আসেন।

পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে আশিককে আটক করেন। এঘটনায় আশিকের অপর বন্ধু পালিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী নরসিংদী শহরের ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT