নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় দুই ভাইকে। ঘটনার পর আত্মগোপনে থাকা পলাতক তিন আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র্যাব-১০ এর ফরিদপুর ইউনিটের যৌথ অভিযানে শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন- বাদল (৪৫) ও সিফাত (২০), পিতা- লাল মিয়া এবং ওয়াহেদ আলী (৬০), পিতা- আমীর আলী। তিনজনই পলাশ উপজেলার ভাগদী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ৩১ মার্চ ভোরে ভাগদী এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের সময় প্রতিবাদ করে রাকিব (২৫) নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন সন্ধ্যায় রাকিব, তার বাবা এবং ছোট ভাই শাকিব (২০) ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা।
হামলায় রাকিবের কোমরে বল্লমের আঘাতে এবং শাকিবের মাথায় চাপাতির কোপে গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়ার পর শাকিবকে মৃত ঘোষণা করা হয় এবং ঢাকা নেওয়ার পথে মারা যান রাকিবও।
পরদিন নিহতদের মা বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকে মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।