1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলম মোল্লা নির্বাচিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা কালীগঞ্জ পরিদর্শনে গাজীপুরের ডিসি ঘোড়াশালে চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন পলাশের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী আজ বিদায় নিচ্ছে স্কাইপ,এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী হতে পারে না- ড. মঈন খান বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হরিদেবপুরে চাঞ্চল্যকর চোলাই মদের কারখানায় পুলিশের সহায়তায় স্থানীয়দের অভিযান, আটক ৬

গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মো: ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ স্বাগত জানিয়ে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে ‌গাজীপুর জেলা বিএনপির অফিসের সামনে হতে জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ‌।

বৈশাখী শোভাযাত্রাটি গাজীপুর জেলা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর রথখোলা এসে শেষ হয়।
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর জেলা বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই গাজীপুর বিএনপি অফিস প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ছিলেন বর্ষবরণ উৎসবের অনুষঙ্গসমূহে সজ্জিত। ছেলেরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের অনেকেই এসেছিলেন লাল-সাদা শাড়িতে, হাতে চুড়ি, মাথায় ফুলের মালা এবং গলায় শুভ নববর্ষ লেখা ব্যাজ।
অনেকেই হাতে তুলে নিয়েছিলেন লাল-সাদা রঙের ব্যানার, যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ’। কারও কারও মুখে বাজছিল বৈশাখী গানের সুর, অনেকে নেচে-গেয়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তুলেন।
গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন এর নেতৃত্বে শুরু হয় শোভাযাত্রা। এতে গাজীপুর জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পথজুড়ে সাধারণ মানুষ উৎসুক চোখে শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই তা মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেন এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT