1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

টঙ্গীতে গ্রাহকের টাকা দিতে অস্বীকৃতি, সমিতির কর্মকর্তা গ্রেফতার

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় মেয়াদী জমার সময়সীমা অতিক্রান্তের পরও গ্রাহকদের জমাকৃত ৬৫ লাখ ৫৭ হাজার টাকা ফেরত দিতে অস্বীকার করার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর কোষাধক্ষ আলমগীর হোসেন মোল্লাকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।আলমগীর হোসেন মোল্লা স্থানীয় দক্ষিন দত্তপাড়া জহির মার্কেট এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে।ভুক্তভোগি ও থানা সূত্রে জানা যায়, দক্ষিন দত্তপাড়া জহির মার্কেট এলাকায় ঋণ বিতরণ ও নির্দিষ্ট মেয়াদে এককালীন জমা টাকার লভ্যাংশসহ ফেরত প্রদানের নিশ্চয়তা দিয়ে গড়ে তোলেন ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. (রেজি. নং ৩৭৬)। সমিতির সভাপতি ডা. খাইরুল বাশার, সহ সভাপতি মরিয়ম খাতুন, আলমগীর হোসেন মোল্লা, জবেদা খাতুনসহ এ সমিতির হর্তাকর্তা সব একই পরিবারের লোকজন। জমাকৃত টাকা নির্দিষ্ট মেয়াদ ২-৩ বছর পর লভ্যাংশসহ ফেরত দেয়ার নিশ্চয়তা দিয়ে তারা এলাকায় ভুক্তভোগি রিনা বেগম, আব্দুল মালেক, মহিউদ্দিন খান, নাছিমা আক্তার, আ. জলিল, ফয়সাল, রুমা বেগম, মাসুদ, বিনু বেগম, তানজিলা,তাসলিমা, মাসুদ আলম, ফাতেমা আক্তার, হাসিনা বেগম, ছালেহা বেগম, ঝর্না আক্তার ও স্বপ্না আক্তারের কাছ থেকে ৬৫ লাখ ৫৭ হাজার টাকাসহ দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা গ্রহন করেছেন। ২০১৫-১৬ সালের মধ্যে ২% লভ্যাংশের ভিত্তিতে উক্ত টাকা গ্রহন করেন তারা। মেয়াদ অতিক্রান্তের পর গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে তারা বিভিন্ন তালবাহানা ও অজুহাত দেখিয়ে গ্রাকদের টাকা আত্মসাৎ করার পায়তারা শুরু করে। গত সোমবার রাতে গ্রাহকরা একত্রিত হয়ে অভিযুক্তদের বসত বাড়িতে গেলে টাকা ফেরত দিবেনা বলে হুমকি-ধামকী দিয়ে তাদের তাড়িয়ে দেয়। উপায়ন্ত না পেয়ে গ্রাহকরা টঙ্গী পূর্ব থানায় যৌথভাবে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার সহযোগি অন্যরা পালিয়ে যায়।এ বিষয়ে সমিতির সভাপতি ডা. খাইরুল বাশারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT