নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ৫ জনকে নির্মম ভাবে কুপিয়ে ১১ লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের দোলন ওরফে দুলাল মিয়ার ছেলে মন্নান (২৬), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আতিকুল (৩০) ।
ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সফি উদ্দিন জানান, ওসি আবুল বাশার স্যারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমার টিম সদস্যদের সহযোগিতায় আসামীদের ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নরসিংদীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি