মো.ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর)প্রতিনিধি:
“ইনসাফ জিন্দাবাদ “স্লোগানে কালীগঞ্জে জনতার দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া এবং নাগরী ইউনিয়নের দড়িপাড়া এবং নলছাটায় পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জনতার দলের সদস্য রাজু গমেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ আজম খান।
উপস্থিত ছিলেন জনতার দলের গাজীপুর জেলার সদস্য , মুহাম্মদ নোমান, আজাহার হোসেন ,সাখাওয়াত হোসেন শেকু, কালীগঞ্জ উপজেলা শাখার প্রভাবশালী সদস্য যুগান্তরের সাংবাদিক আব্দুল গাফফা, সুমন শেখ, মিনহাজুল আবেদিন বিশাল ,মনজুর আহমেদ, হুমায়ুন কবির ,আতাউর রহমান , বাচ্চু মিয়া প্রমুখ।
জননেতা আজম খান বলেন ভবিষ্যতে সকলকে মার্কা নয় ব্যক্তি ও যোগ্যতা দেখে ভোট দিতে হবে, যোগ্যতাশীল ব্যক্তি হলে এলাকার উন্নয়ন অবশ্যই অবশ্যই হবে। তিনি উপস্থিত জনগণকে জিজ্ঞেস করেন আপনারা কি এখন নির্বাচন চান সকল উপস্থিতি একজোগে বলেন আগে দেশ ও সকল রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার হোক তারপরে নির্বাচন। রাজনৈতিক ব্যবস্থা ও দেশের অবকাঠামুর সংস্কার না হলে আগে যেই দুর্ভিতায়নের কারণে দেশের হাজার হাজার ছোট ছোট ছাত্র জনতা জীবন দিয়েছে কাজের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি । আমরা আর সেই দুর্বিত্যানের দেশ দেখতে চাই না।