নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বাসীদের সেবা করার অঙ্গীকার করেছেন-ঘোড়াশাল পৌরসভার দ্বিতীয় বারের প্যানেল মেয়র ও ঘোড়াশাল শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। আজ বুধবার (৮ই জুন) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর নিজস্ব কার্যালয়ে এসব কথা বলেন তিনি। কবির হোসেন আরো জানান, ঘোড়াশাল পৌর এলাকার ১নং ওয়ার্ড খানেপুর গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে স্হায়ী ব্যবস্হা নেওয়া, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস মুক্ত পৌরসভা গড়তে সবার দোয়া ও ভালবাসা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পৌর বাসীর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। পরিশেষে সবার দোয়া কামনা করেন।