গাজীপুরের টঙ্গী আউচপাড়া কলেজ রোডে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইসমাইল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ইসমাইল পশ্চিম থানার ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার বিকালে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন।শ্লীলতাহানির শিকার ওই নারী জানান, স্বামীকে নিয়ে তিনি বড়দেওড়া মৃত্তিবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে দর্জির কাজ করে আসছেন। সোমবার বিকালে তিনি আউচপাড়া কলেজ রোডের বাজারে যান। তাকে দেখে সুজন ওরফে হাতকাটা সুজন ডাক দেন। এ সময় তিনি এগিয়ে গেলে সেখানে যুবলীগ নেতা ইসমাইল, শামীমসহ ৫-৬ জন এসে তাকে জোর করে অটোরিকশায় তুলে সাবেক ওয়ার্ড কমিশনার আলকাছ মিয়ার বাড়ির চিপা গলিতে নিয়ে যায়। পরে তার ব্যাগে থাকা ২৭ হাজার ১শ টাকা, গলায় থাকা স্বর্ণের চেন ও ১ জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। বাধা দিলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে বেদম মারধর করে। পরে তাকে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করে সন্ত্রাসীরা। তার আত্মীয়স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫২ হাজার টাকা এনে দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে শ্লীলতাহানি করে। তিনি চিৎকার শুরু করলে লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।যুবলীগ নেতা ইসমাইল হোসেন ওই নারীকে শ্লীলতাহানি ও টাকা-স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই নারী একজন খারাপ প্রকৃতির। সে যুবকদেরকে নষ্ট করছে। তাই বিষয়টি মুরব্বিদের জানিয়ে তাকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।