মোসাঃ বিউটি বেগম, স্বামীঃ নাসির উদ্দীন মোল্লা, সাং-৯/৩ দক্ষিণ সাটিরপাড়া ৬নং ওয়ার্ড, থানা ও জেলা নরসিংদী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে বিউটি বেগম ও তার ছোট বোন রুমা আক্তার বিগত ২৪/৩/২২ইং তারিখে ৪৪৫৮ ও বিগত ২৪/২/২২ইং তারিখে ২৪২০নং সাফ কবলা দলিলে মালিক হয়ে নিজেদের নামে আলাদা নামজারী মোকদ্দমা নং ৭৭৪৫/২১-২২, তাং-০৪/৪/২০২২ ও ৮৭৭০/২১-২২, তাং-৮/৫/২২ইং মূলে নামজারী করতঃ প্রথম জোত সৃজন করতঃ সরকারি খাজনা পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে। তাহারা উক্ত সম্পত্তির চারিদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ করার সময় গত রবিবার বিকেলে কুখ্যাত ভূমিদস্যু আবদুল কাদির মিয়া, পিতামৃতঃ আঃ খালেক, সাখাওয়াত হোসেন কামরুল, আঃ ছালাম পিতা মৃত আঃ মালেক সহ আরও ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে। তাদেরকে বাধা দিতে গেলে সন্ত্রাসী কাদির মিয়া হুমকি দিয়ে উত্তেজিত হয়ে বলে, টাকা না দিয়ে কীভাবে তোরা ঘর উঠাস? হয় টাকা দিবি না হয় কবরে যাবি।এখানে বাড়ি ঘর নির্মাণ করতে হলে তাদেরকে উচ্চ মূল্যের মাশুল দিতে হবে।এব্যাপারে মোসাঃ বিউটি বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।বর্তমানে বিউটি বেগম পরিবারের লোকজন নিয়ে সন্ত্রাসীদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।এব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি